
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার স্থলাভিষিক্ত হিসেবে নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এর হাতে। অধিনায়কত্ব পাওয়ার পর গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানালেন সোহান।
অধিনায়কত্ব পাওয়ার পর সোহান বলেন, ‘সবসময়ই আমার চাওয়া, একটি দল হিসেবে খেলার। আর সেই চাওয়াটাই থাকবে। একটা পরিবারের মত যেন থাকতে পারি, সেটাই চাওয়া। অধিনায়কত্ব অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ।‘
সোহান আরো বলেন, ‘দলে যখন কেবল খেলোয়াড় হিসেবে খেলি তখন ম্যাচে দলের জন্য কোনটি করা দরকার, সে অনুযায়ী খেলতে চাই। আর অধিনায়ক হিসেবে পুরো দল নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতি অনুযায়ী খেলাটা বেশ বড় চ্যালেঞ্জ। এটি অবশ্যই গর্বের ব্যাপার। আমি আমার শতভাগ দিয়েই চেষ্টা করব।‘
ওয়ানডেতে বাংলাদেশ দল যেমন খেলে, টি–টোয়েন্টি এবং টেস্টেও সেই মানের খেলাটা খেলতে হবে, এমনটাই চাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের নতুন অধিনায়কের। সোহানের মতে, ওয়ানডের তুলনায় টি–টোয়েন্টি ও টেস্টে তেমন সাফল্য পাচ্ছে না বাংলাদেশ।
এ প্রসঙ্গে সোহান বলেন, ‘টি–টোয়েন্টি ও টেস্টে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমরা যারা কিছুদিন ধরে খেলছি, তারা সবাই চাই ওয়ানডের মত এই দুই ফরম্যাটেও যেন ভালো করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে, দল হিসেবে আমরা যেন ভালো একটি জায়গায় যেতে পারি।‘